ফের বিজেপিতে ভাঙ্গন | আজ অর্থাৎ সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেতা বনি সেনগুপ্ত | বনি সেনগুপ্তর অভিযোগ কথা রাখেনি গেরুয়া শিবির, তাই এই সিদ্ধান্ত | উল্লেখ্য একুশের ভোটের আগে মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানি সেনগুপ্ত যোগদান দেন তৃণমূলে | কিন্তু সবাইকে অবাক করে বিজেপিতে যোগদান অভিনেতা বনি সেনগুপ্ত | কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই গেরুয়া শিবির ত্যাগ করলেন অভিনেতা |
পদ্ম শিবিরে ভাঙ্গন
