১০ বছর পর কামদুনি রায় জানালো হাইকোর্ট

অবশেষে শুক্রবার রায় জানালো হাইকোর্ট | ১০ বছর ধরে বুকে পাথর চেপে অপেক্ষা করেছিল কামদুনি । শুক্রবার হাইকোর্ট তার রায় জানিয়েছে | এই ঘটনায় অভিযুক্ত আনসার আলী মোল্লা, এবং সাইফুল আলী মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । মুক্তি পেয়েছেন আমিন আলী নিম্ন আদালতে যাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল |

তবে এই রায়ের পরই চরম হতাশয় ভুগছেন কামদুনি । সকলেই মনে করছেন গুরু পাপের লঘুদণ্ড | হাইকোর্টের অভিযুক্ত ছিল মোট ৯ জন | কিন্তু নিম্ন আদালতে মামলা চলাকালীন মৃত্যু হয় এক অভিযুক্তের | বেকসুর খালাস পেয়ে যান আরো দুজন | এরপর বাকিদের দোষী সাব্যস্ত করা হয় | এরপর মামলা এগোয়ে হাইকোর্টে | এতদিন পর এদিন শুক্রবার মামলাটি শেষ হয় । আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় বলেন নির্ভয়ের পরই এই ঘটনা ঘটেছিল | নির্ভয়ার কান্ডের যে সাজা হয়েছিল সেই ক্ষেত্রে কামদুনির ঘটনার এই রায় তারা হতাশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *