সারদাকাণ্ডে এবার মদন মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরের গোয়েন্দারা। জানা গিয়েছে আগামী 18 ই মার্চ তাকে সিজিও কম্প্লেক্স সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। যদিও এই ব্যাপারে মদন মিত্রের সাথে যোগাযোগ করা যায়নি। এর আগে সারদা মামলায় আর্থিক তছরুপ এবং একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিল মদন মিত্র।
বিধানসভা নির্বাচনের আগে নতুন করে সারদা মামলার নথিপত্র ঘেঁটে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে ইডি সূত্রের খবর একাধিকবার সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়ার হয়েছিল ছিল। সেই টাকা নেয়া তালিকায় মদন মিত্র নাম ছিল। ফলে গোটা ব্যাপারটি ফের একবার খোলসা করার জন্যই আগামী 18 ই মার্চ সল্টলেকে সিজিও কম্প্লেক্স এলইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ জানানো হয়েছে মদন মিত্রকে।
