মালদা, : আর কদিন বাদে অন্যান্য জেলার সঙ্গে মালদা জেলাতেও অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন।
তার আগে মালদা জেলার গাজোলের জোড়গাছি এলাকায় একটি দোকানের সামনে থেকে উদ্ধার চারটি তাজা বোমা।
এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই এলাকায়।
এদিন স্থানীয় বাসিন্দারা বোমা পরে থাকতে দেখে খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ এবং বম্ব স্কোয়াডের দল।
কে বা কারা বোমাগুলি রেখেছে তা নিশ্চিত ভাবে জানতে পারেনি পুলিশ।
বম্ব স্কোয়াডের দল উদ্ধার হওয়া বোমাগুলো নিস্ক্রিয় করে।