অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর আজ প্রথম রামনবমী। বুধবার সকালে সেকথা মনে করিয়ে টুইটে সকলকে রামনবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত, এদিন সকাল থেকেই বাংলার বিভিন্ন জায়গায় শোভাযাত্রা শুরু হয়েছে। নিউটাউনে রামনবমীর অনুষ্ঠানে শামিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | সেখানকার রামমন্দিরে পুজো দেন তিনি। বিভিন্ন জায়গায় শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এদিকে যাতে কোথাও কোনও অশান্তি না হয় সেদিকে নজর পুলিশের। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্পর্শকাতর এলাকা।
গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা। এই রামনবমীকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত।