আজ রাজারহাট নিউটাউন বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর রায়ের প্রচারে স্মৃতি ইরানি।
রাজারহাট শিখরপুরে একটি জনসভার আয়োজন করা হয়।সেই জনসভায় উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।তিনি করোনা নিয়ে সতর্ক করেন।নববর্ষের শুভেচ্ছা বার্তাদেন।এর পাশাপাশি রাজ্যের হাসপাতালে করোনা টিকা পাওয়া যাচ্ছে না সেই নিয়েও প্রতিক্রিয়া দেন।প্রতিক্রিয়া দেন আনন্দ বর্মন এর দাদুকে মঞ্চে তোলা নিয়ে।