বিধানসভা ভোটের আগে আবার ও সাফল্য পেল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। এক রাউন্ড কার্তুজ সহ একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করল মোথাবাড়ি থানার পুলিশ।
আমলিতলা থেকে গোপন সুত্রে খবরের পেয়ে মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে এ এস আই বুলবুল বাবু আমলিতলা এলাকায় তদন্ত চালান।
এবং মোথাবাড়ি থানার অন্তর্গত কুত্তু মন্ডল টোলা। এলাকা থেকে ভরত কুমার 19 কে এক রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
এদিন মোথাবাড়ি থানার পুলিশ ধৃত ভরত কুমার কে মালদা জেলা আদালতে পেশ করেছেন।
মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী অভিযুক্ত ব্যাপারে জানতে ঝাড়খন্ড থানায় ফোন করলে সেই ঝাড়খন্ড থানার ওসি জানান এই অভিযুক্ত এই ধরনের অনেক কেশের সঙ্গে জড়িত রয়েছে ।