মালদাঃ-হবিবপুর বিধান সভা বিজেপির প্রার্থীর সমর্থনে রোড শো করলেন নারী ও শিশু কল্যান কেন্দ্র মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বুধবার দুপুরে বুলবুলচন্ডী হাই স্কুল মাঠে হেলিকপ্টার এসে পৌছায়, সেখান থেকে এক বিজেপি কর্মী বাড়িতে দুপুর ভোজন সেড়ে বেরিয়ে পরেন কর্মীদের সাথে রোড শো করতে বেরিয়ে পরে রোড শো শুরু হয় বুলবুলচন্ডী সালগম ভিটা থেকে সেখান থেকে মালদা নালাগোলা রাজ্যে সড়ক ধরে বুলবুলচন্ডী পুরাত বাস ষ্টান্ড হয়ে বুলবুলচন্ডী রেলস্টেশন পর্যন্ত এই রোড শো করেন এদিন এই রোড শো তে দেখা গিয়েছে আদিবাসী নৃত্য ঢাকঢোল সহ গান বাজিয়ে একেবারে উৎসবে মেজাজে গানের তালে চলছিলো কর্মীদের নাত এদিন এই রোড শো তে উপস্থিত নারী ও শিশু কল্যান কেন্দ্র মন্ত্রী দেবশ্রী চৌধুরী, উড়িষ্যার প্রাক্তন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়েল ওরাও,উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ প্রার্থী জুয়েল মূর্ম,সহ বিজেপি কর্মী সমর্থকেরা।দেবশ্রী চৌধুরী বলেন হবিবপুর বিধান সভায় আগামীকাল মূখ্যমন্ত্রী সভা করবে তাতে আমাদে তথা ভারতীয় জনতা পাটির নো এফেক আসবে না হবিবপুর বিধান সভার জনসাধারণ পরিবর্তনের পরিবর্তন চেয়েছে তাই এই নিবার্চনে বোতাম টিপে বিজেপিকে জয়যুক্ত করবেন।পরে রোড শো শেষ করে গাড়ি চেপে মালদার রওনা দেয়।
Related Posts
কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কুশমন্ডি ব্লকে
বিধানসভা নির্বাচনের আগের দিন কুসুমন্ডি ব্লকের কালিকামোরা গ্রাম পঞ্চায়েতের অধীন পুটন এলাকায় এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।…
অবশেষে খুলল বালুরঘাটের সিনেমা হলগুলি
অবশেষে শুক্রবার থেকে খুলল বালুরঘাটের সিনেমা হলগুলি। মুখে হাসি সিনেমাহল কর্মীদের। দর্শক স্বাভাবিক হওয়ার আশায় কর্তৃপক্ষ। লক ডাউন ও কড়া…
গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো অনুব্রত মণ্ডল কে
Viagra bestellen auf rechnung Gerade im Zusammenhang mit Sildenafil haben Experten immer wieder Nebenwirkungen auf Herz und Kreislauf sowie Sehstörungen…