রবিবার বেঙ্গালুরুর একটি মাদক পার্টি থেকে আটক করা হয় শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে | পুলিশের দাবি, মাদকাসক্ত অবস্থায় ধরা পড়েন তিনি | সিদ্ধান্ত কাপড় ছাড়াও আটক করা হয় আরো পাঁচজনকে |
জানা গিয়েছে গতকাল গভীর রাতে বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে চলছিল মাদক পার্টি | সেখানে সিদ্ধান্ত সহ ছিলেন আরো 35 জন | এরপর সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় | জানা গিয়েছে, নারকটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্স ধারায় মামলা করা হয়েছে বলে | সূত্রের খবর, এদিন তাদের আদালতে তোলা হবে |
তবে এ বিষয়ে শক্তি কাপুর জানান, তার ছেলে মাদক নিয়েছেন এ কথা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না | এটা হতে পারে না বলে জানিয়েছেন তিনি |