হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি রাজ্যে

আজ সকাল থেকেই রোদ ও মেঘের লুকোচুরি খেলা | তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে | কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাতে বৃষ্টির পূর্বাভাস | রাজ্যে জারি রয়েছে বর্ষার বৃষ্টি | তবে সপ্তাহের শুরুতেই আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই | বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি থাকার জন্য শহরে অস্বস্তি বাড়বে ক্রমশ | অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে | বিশেষত আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে |

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *