আজ সকাল থেকে আকাশ মেঘলা | বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলা | বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দাপট | আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার | সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হবে একাধিক জায়গায় | যে সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে তার মধ্যে একাধিক জায়গা জলমগ্ন |
নিম্নচাপের জেরে গত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই | তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে গোটা রাজ্য | বেলা বাড়ার সাথে সাথে বাড়বে অস্বস্তিকর গরম | আজ কলকাতায় রোদের দেখা না মিললেও আদ্রতা জনিত গরম রয়েছে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 30.3 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |