এবার কোপ পড়ল বেতনেও

বড় ধাক্কা পেল পার্থ চট্টোপাধ্যায় । এসএসসি দুর্নীতি কান্ডে ইডির হাতে গ্রেফতারি পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তবে বিধায়কের পদে এখনো রয়েছেন তিনি | সুতরাং বিধায়ক হিসেবে কোন মিটিংয়ে যোগ দিতে পারবেন না তিনি | অর্থাৎ সেক্ষেত্রে কোনো ভাতা পাবে না পার্থ চট্টোপাধ্যায় |

বিধায়করা মাসিক 21 হাজার 870 টাকা বেতন পেয়ে থাকেন | এরপরে কোন বিধায়ক কমিটির মিটিং গুলিতে যোগদান তাহলে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পেয়ে থাকেন | এক্ষেত্রে বেতন দ্বারায় 82 হাজার টাকা | বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে তিনি এখন শুধু ২১ হাজার ৮৭০ টাকা বেতনই পাবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *