মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছে বার বার। অবশেষে সেই বৈঠক সোমবার হল, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাইরেই। আর সেখান থেকেই ছাত্রদের একের পর এক দাবি মেনে নিল সরকার। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তাঁদের সেই দাবি মেনে নেওয়া হল। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদে থাকবেন বিনীত। তারপরই নতুন পুলিশ কমিশনার পাবে কলকাতায়। কে হচ্ছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার? সূত্রের খবর, একাধিক নাম আলোচনায় আসছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
তবে শুধু বিনীত নন, জুনিয়র ডাক্তাররা যাঁদের যাঁদের সরানোর দাবি তুলেছিলেন, তাঁদের প্রায় সকলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককেও সরিয়ে দেওয়া হচ্ছে। সরানো হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) অভিষেক গুপ্তাকেও। আরজি করের নির্যাতিতার পরিবারেরও একাধিক অভিযোগ ছিল ডিসি নর্থের বিরুদ্ধে।