কেষ্টতেই আস্থা মমতার

কেষ্ট কৌশলেই বীরভূমে চলবে দলের কাজ । লোকসভা ভোটের আগে জেলাভিত্তিক বৈঠকে এমনই নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । সাফ জানিয়ে দিলেন, শুধু কেষ্টর পদ্ধতি অবলম্বন করলেই হবে না, বাদ দেওয়া যাবে না তাঁর ঘনিষ্ঠদের।

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। দীর্ঘদিন ধরেই বীরভূমের দায়িত্বে ছিল অনুব্রত মণ্ডল। কিন্তু বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি। ফলে বীরভূম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর ছিল সকলের। এদিনের বৈঠকে স্পষ্ট যে, কেষ্টতেই আস্থা মমতার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, অনুব্রতর জায়গা তাঁরই থাকবে। এবারও কেষ্টর পদ্ধতিতেই চলবে দলের যাবতীয় কাজ। পাশাপাশি দলনেত্রী সাফ নির্দেশ, কেষ্ট ঘনিষ্ঠ কাউকে দল বা ভোটের দায়িত্ব থেকে বাদ দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *