দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। মঙ্গলবারও দক্ষিণে বেশি বৃষ্টির। কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি। বৃষ্টি হবে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই বৃষ্টি চলবে রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে বুধবারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *