রামমন্দির উদ্বোধনের আগে কঠোর সংযম করছেন প্রধানমন্ত্রী

রামমন্দির উদ্বোধনের আগে কঠোর সংযম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । খাদ্য বলতে কেবলই ডাবের জল। খাটে নয়, মেঝেতেই শুয়ে বিশ্রাম | রামলালার প্রাণ প্রতিষ্ঠার ১১ দিন আগে থেকেই সংযম করছেন তিনি। জানা গিয়েছে, ১১ দিন ধরে ডাবের জল ছাড়া আর কোনও খাদ্য গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী । উল্লেখ্য, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ‘পবিত্র দায়িত্বভার’ গিয়ে পড়েছে তাঁর কাঁধে। তাই ১১ দিন তিনি নানাবিধি বিধিনিষেধের মাধ্যমে ব্রত পালন করে ‘অন্তরের পবিত্রতাকে জাগ্রত’ করছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে সূত্রের খবর, ২২ জানুয়ারি নয়, তার আগেই অযোধ্যায় পৌঁছে যেতে পারেন নমো। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী একদিন আগেই পৌঁছে যাবেন অযোধ্যায়। অর্থাৎ রাম জন্মভূমিতে নমো পৌঁছবেন আগামী ২১ জানুয়ারি, রবিবার। ইতিমধ্যেই তাঁর নয়া কর্মসূচি নির্ধারিত হয়েছে। ঘন কুয়াশার জেরে একের পর এক বিমান বাতিল হচ্ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ২২ জানুয়ারির অনুষ্ঠান নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ। ফলে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও নয়া কর্মসূচি নেওয়া হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *