দক্ষিণবঙ্গে তিন জনসভা করে ভোটের পালে হাওয়া তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগে হেভিওয়েটের কর্মসূচি ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে জলপাইগুড়িতে ।
জানা গিয়েছে, আগামী ৯ অথবা ১০ মার্চ জলপাইগুড়িতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জলপাইগুড়ি জেলা বিজেপি।জানা গিয়েছে, শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার কোনও এক জায়গায় মোদির জনসভা হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ময়নাগুড়িতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও লোকসভা নির্বাচনের আগে আসছেন তিনি ।