আর জি কর মামলা অন্য রাজ্যে স্থানান্তরের প্রস্তাব দিয়ে শীর্ষ আদালতের কড়া ধমক খেলেন আইনজীবী

আর জি কর মামলা অন্য রাজ্যে স্থানান্তরের প্রস্তাব দিয়ে শীর্ষ আদালতের কড়া ধমক খেলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন তাঁর প্রস্তাব শুনে পত্রপাঠ খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি জানান, মামলা অন্য কোথাও স্থানান্তর করা হচ্ছে না। এ ধরনের নির্দেশ মণিপুর সংক্রান্ত মামলায় দেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য ওঠে আর জি কর মামলা। যদিও এদিন আধঘণ্টার মধ্যে শুনানি শেষ হয়ে যায়। বিভিন্ন পক্ষের দেওয়া স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতি। সিবিআইকে চার সপ্তাহ পর পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। এর পরই বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি প্রস্তাব দেন, ”এ রাজ্যের জনতার বিচারব্যবস্থার উপর ভরসা নেই। তাই এই মামলা অন্য রাজ্যে স্থানান্তর করা হোক।” তা শুনেই রীতিমতো ধমক দেন প্রধান বিচারপতি। বলেন, ”এমন মন্তব্য আপনি করতে পারেন না। কাদের হয়ে আপনি একথা বলছেন? এমন কিছু নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *