অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট | শনিবার রায়ের কপি সুপ্রিম কোর্টের পোর্টালে আপলোড করা হবে । সেখানে ফের স্পষ্ট হয়েছে যে দেশের শীর্ষ আদালতের নির্দেশে অভিষেক এর বক্তব্য ওই মান্যতা পেয়েছে ।

প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ের সামনে আসার পর কুনাল ঘোষও সমাজ মাধ্যমে একটি পোস্ট লেখেন ” অভিষেক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারেন না | নজরদারির নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না | ইডি নিয়ম মত কাজ করবে | এবং মামলা সংক্রান্ত ভুল, বিভ্রান্তিকর রিপোর্টিং করা যাবে না | প্রসঙ্গত, জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের এক মহিলা বিচারপতি এমন কিছু পর্যবেক্ষণ রাখছেন যা ইনফোর্সমেন্ট ডিরেক্টারেটেড সরকারি আইনজীবীও বলছেন না । দুর্নীতি ও বিশাল সম্পত্তির মত কথা উঠে আসছে তার পর্যবেক্ষণে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *