শিক্ষার্থীদের চাপ কমাতে নয়া সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রকের

শিক্ষার্থীদের চাপ কমাতে এবার নয়া সিদ্ধান্ত নিল বোর্ড | এতদিন বছরে একটি পরীক্ষা হতো | এখন থেকে বছরের দুবার হবে বোর্ডের ফাইনাল পরীক্ষা | এবং দুটি পরীক্ষার মধ্যে সেরা স্কোর নিয়ে তৈরি হবে রেজাল্ট | এমনই কথা জানালো দেশের শিক্ষা মন্ত্রক |

পাশাপাশি জানা গিয়েছে, এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি ভাষা পড়তে হবে | এর মধ্যে একটি হবে ভারতীয় ভাষা এবং অন্যটি অবশ্য নির্বাচন করতে পারবেন শিক্ষার্থীরা | প্রসঙ্গত, নতুন পাঠ্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এবার থেকে একবার নয় বছরে দুবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে | যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর বেশি হবে সেই নম্বর দিয়ে তৈরি হবে রেজাল্ট । ২০২০ সালে প্রথম জাতীয় শিক্ষানীতিদের পরিবর্তন আনে কেন্দ্রীয় সরকার | পাঠক্রমের বেশ কিছু রদবদল করা হয় | এরপর 2024 সালের শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠক্রমের ভিত্তিতে পাঠ্য বই তৈরি করা হবে | এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা বেশি সময় পায় প্রস্তুতির জন্য |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *