অবশেষে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল বাংলা

ভ্যাপসা গরম থেকে মুক্তি। অবশেষে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল বাংলা। বৃহস্পতিবার রাত থেকেই তিলোত্তমার পাশাপাশি জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শনিবারের মধ্যে মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বলেই জানালো হাওয়া অফিস। তবে বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর। রবিবার থেকে কমবে বৃষ্টি। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

কলকাতায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা আর কিছুক্ষণের মধ‍্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় শুরু হবে বৃষ্টি।

শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *