বৃহস্পতিবার বিকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, শুক্রবার থেকে সিসিটিভি বসবে যাদবপুর বিশ্ববিদ্যালয় | যদিও দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় তরফে কোন ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি | ফলে শুরু হয়নি সিসিটিভি লাগানোর কাজ |
অবশেষে বিকালে ওয়ার্ক অর্ডার ইস্যু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | সেই মতো আজ থেকে তিন সপ্তাহের মধ্যে সিসিটিভি লাগানোর কাজ শেষ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় | প্রসঙ্গত, র্যাগিং থামাতে এবার রাজ্যপালের দাওয়াই ইসরোর প্রযুক্তি | রাজ্যপাল সিভি আনন্দ বোসের পরামর্শ অনুযায়ী ইসরো প্রযুক্তির সিসিটিভি বসানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় | এ বিষয়ে রাজ্যপাল কে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা | গতকাল ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে কথা হতে রাজ্য পালের | এই বিষয়টি ফলপ্রসূ করতে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ কে |