বিরাটের মুকুটের নয়া পালক, প্রশংসায় কঙ্কনা

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামের মাঠে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কোহলি | তিনি বুঝিয়ে দিয়েছেন যে কিং ইজ ব্যাক | ম্যাচের পর কোহলিকে বুকে টেনে নিয়েছেন শচীন টেন্ডুলকার |

এবার বিরাট কোহলির মুকুটের নতুন পালক জোড়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ার । তবে কঙ্কনা রানাউত এর কটাক্ষ বান যেন সবসময় তৈরি থাকে আক্রমণের জন্য | আর এবার আক্রমণ হল বিরাট কোহলিকে | বালিপাড়া তারকাদের নিয়ে বিরূপ মনোভাব থাকলেও কঙ্কনা কিন্তু প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলিকে | ইনস্টা স্টোরিতে বিরাটের রেকর্ড করার মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখলেন, “কি দুর্ধর্ষ | যাদের রেকর্ড ভেঙেছেন তাদের প্রতিও যেভাবে সম্মান জানিয়েছেন মিস্টার কোহলি সেটা দারুন নজির করল | যে মাটির উপর তিনি চলেন তার পূজা করা উচিত | এটাই ওর প্রাপ্য দারুন চরিত্রের মানুষ” |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *