হৃতিক রোশনের ব্যক্তিত্বে মুগ্ধ হননি, এমন মানুষের সংখ্যা কম। শুধু ব্যক্তিত্বই নয়, ‘মানুষ’ হৃতিকের ভক্তের সংখ্যাও অগণিত। তাঁর সুদর্শন চেহারা, সুঠাম শরীরী গড়ন আর নাচের হিল্লোল বরাবরই মহিলামহলে চর্চার বিষয়। বলিউডের সেই সুপারস্টারের জীবনে আচমকাই এমন কী ঘটল, যার জন্যে ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে তাঁকে? দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় হৃতিক রোশনকে খুড়িয়ে হাঁটতে দেখেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।
শুক্রবার জুহুর পবনহংস শ্মশানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন হৃতিক। সেখানেই দেখা গেল, পরনে সাদামাটা পোশাক। চোখে রোদচশমা। হাতে ক্রাচ নিয়ে ধীরে ধীরে খুড়িয়ে হাঁটছেন অভিনেতা। সেই ক্যামেরাবন্দি দৃশ্য পাপারাজ্জিদের সুবাদে বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। যা দেখে উৎকণ্ঠায় রয়েছেন অনুরাগীরা। কীভাবে এমন পরিস্থিতির শিকার হৃতিক? জানতে চাইছেন সকলে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘ওয়ার ২’ ছবিতে অ্যাকশন দৃশ্যের মহড়া দিতে গিয়েই বিপত্তি ঘটেছে। হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন বলিউডের ‘গ্রীক গড’। চিকিৎসকরা আপাতত শুটিং থেকে বিরতি নিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হৃতিককে। খুব হাঁটাচলা করাও বারণ তাঁর।