লোকসভা ভোটের আগে কেন্দ্রের CAA বিজ্ঞপ্তি তৃণমূলের নতুন বিজেপি বিরোধী হাতিয়ার হয়ে উঠেছে। এবারের লোকসভার লড়াইয়ে তৃণমূল মোট ১৫ জন তফসিলি জাতি-উপজাতি ও অনগ্রসর শ্রেণি সম্প্রদায়ভুক্ত প্রতিনিধিকে এগিয়ে দিয়েছে। তাঁদের হয়ে কীভাবে প্রচার করতে হবে, কোন ইস্যুতে সামনে নিয়ে আসতে হবে, সেসব রণকৌশল ঠিক করতে এদিন নজরুল মঞ্চে বৈঠক করেন অভিষেক।
এদিন কেন্দ্রের তরফে জারি করা CAA বিজ্ঞপ্তি হাতে নিয়ে অভিষেক বলেন, ২০১৯ সালে প্রস্তাব পাশ হয়েছিল। বাকি কাজ করতে বড়জোড় দেড় মাস লাগার কথা। কিন্তু তারা ৪ বছর কাটিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই অভিষেক বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে কোনও স্বচ্ছতা নেই। এ প্রসঙ্গে অভিষেকের ব্যাখ্যা, ”ধরুন, আমরা ভোটের ৭ দিন আগে আপনাদের ফর্ম দিয়ে বললাম তা পূরণ করতে, ভোটের পর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, তাহলে? কিন্তু আমরা এরকম নই। বিজেপির মতো নই। আমরা যা বলি, সেই কথা রাখি।”