তৃতীয় নরেন্দ্র মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবারই অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। বিকেল ৫ টার দিকে প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। রবিবারই শপথ গ্রহণ করেছেন মোদি মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী। এনডিএ-র মন্ত্রিসভার সব সদস্যদের নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভা নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরে আসার পর রবিবারই নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী রবিবার শপথগ্রহণ করলেও এখনও তাঁদের মধ্যে দফতর বণ্টন হয়নি। কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, এখনও স্পষ্ট নয়।