আইপ্যাকের নাম করে তোলাবাজির অভিযোগ নিয়ে দলকে সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে নানারকম প্রলোভন, তোলাবাজির অভিযোগ। কখনও আবার ভোটকুশলী আইপ্যাকের নামেও একই অভিযোগ ওঠে। রাজ্যের নানা প্রান্ত থেকে এমন ‘জালিয়াতি’র খবর এসেছে দলের কাছে। সেসব উল্লেখ করে শনিবার ভোটার তালিকা সংক্রান্ত ভারচুয়াল বৈঠক দলের নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এধরনের কোনও ফোন কেউ পেলে, অভিযোগ জানানোর কথা বলে হোয়াটসঅ্যাপ নম্বরও দিলেন তিনি।

শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে ভারচুয়াল বৈঠকে যোগ দেন দলের নানা স্তরের ৪৫০০ জন নেতা, কর্মী। মূল আলোচ্য বিষয় ছিল, ভোটার তালিকায় কারচুপির মোকাবিলা সংক্রান্ত রণকৌশল স্থির করা। তা নিয়ে সংগঠনের একাধিক রদবদল এবং নেতা-কর্মীদের নির্দিষ্ট কর্মসূচি স্থির করে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে তিনি আইপ্যাকের নাম করে তোলাবাজির অভিযোগ নিয়ে সতর্ক করে দেন দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *