উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের কড়া নজরদারি! যার জেরে ‘টোকাটুকি’ করতে পারেনি পরীক্ষার্থীরা। এর জেরে পরীক্ষাকেন্দ্রে ব্যাপক ভাঙচুরের করার অভিযোগ উঠল দুই স্কুলের পরীক্ষার্থীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা এলাকায়। এই ঘটনায় দুই স্কুল কর্তৃপক্ষের কাছে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারি উৎপল বিশ্বাসকে চিঠি দিলেন ফরাক্কা ব্লকের নয়নসুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস।
নয়নসুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনকুমার দাস জানান, এই স্কুলে পরীক্ষার সেন্টার পরেছিল। সেখানে ধর্মডাঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২৩৯ জন, নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮৬ জন ও তিলডাঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ জন ছাএছাত্রী পরীক্ষা দেয়। ১০ মার্চ ফিলোজফি অর্থাৎ দর্শনের পরীক্ষা ছিল। সেদিন পরীক্ষায় বসেছিল নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৪০ ছাত্র ও তিলডাঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২৭ জন ছাত্র। পরীক্ষা শেষে দুই স্কুলের ছাত্ররা পরীক্ষাকেন্দ্রের এগারোটা ঘরে ব্যাপক ভাঙচুর করে।