হোলিতে যাত্রী পরিষেবায় বাড়তি ট্রেন চালাবে ভারতীয় রেল

হোলিতে ৬টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল | ট্রেনগুলি চলবে শিয়ালদহ-গোরক্ষপুর, শিয়ালদহ-গয়া, শিয়ালদহ-পুরী, কলকাতা-জয়নগর, মালদহ-আনন্দবিহার, মালদহ-বালসাদের মধ্যে।

প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ দোল। রঙের উৎসবে মেতে উঠতে প্রস্তুত ছোট থেকে বড় সকলে। আর কয়েকদিন পর থেকেই দোকানে-বাজারে দেখা যাবে নানা রঙের আবিরের বাহার। আনন্দের সেই উৎসবকে সার্থক করে তুলতেই যাত্রী পরিষেবায় বাড়তি ট্রেন চালাবে ভারতীয় রেল।যাতে চেপে ঘরে ফিরবেন অসংখ্য মানুষ। ঐদিন কলকাতা থেকে জয়নগরের ট্রনটি ছাড়বে ২২ মার্চ রাত ১১.৫৫ মিনিটে। ২৫ মার্চ সকাল সাড়ে ন’টার সময় মালদহ থেকে ছাড়বে আনন্দ বিহারের ট্রেনটি। মালদহ থেকে বালসাদের ট্রেনটি ছাড়বে ২৪ ও ৩১ মার্চ সকাল সাড়ে ন’টার সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *