পায়রা নিয়ে বিবাদের জেরে ব্যাপক বোমাবাজির ঘটনায় গতকাল সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের খড়গ্রাম থানার গ্রাম অঞ্চলের নেংটি পাড়া গ্রামে এবং গতকাল এসে ঘটনায় দুই পক্ষের প্রায় 5 জন গুরুতর জখম হন আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকালেই উল্লেখিত ওই দুই বাড়ির মধ্যে একটি বাড়ি থেকে দশটি তাজা বোমা উদ্ধার করল খরগ্রাম থানার পুলিশ। এদিন সকালে সাহাম সেখ নামের ওই ব্যাক্তির বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে একটি কন্টেইনার এ ভর্তি অবস্থায় ১০টি তাজা বোমা উদ্ধার করে খরগ্রাম থানার পুলিশ পরে সিআইডি বম স্কোয়াদ কে খবর দেওয়া হলে তারা এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামসহ পুরো এলাকাজুড়ে পরপর দুইদিন গ্রামের বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছে স্থানীয় মানুষজন।
Related Posts
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বঙ্গে
নিম্নচাপের জেরে গত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই | তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে…
বিয়ের ছয় মাসের মধ্যে অপঘাতে মৃত্যু এক গৃহবধুর
বিয়ের ছয় মাসের মধ্যেঅপঘাতে মৃত্যু এক গৃহবধুর।ইরাবতীর বাপের বাড়ির লোকেদের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই গৃহবধূকে।জানা গেছে কুমারগঞ্জ…
করোনা ঠেকাতে শহরে বে আইনি টোটো রিক্সো চলাচল আটকাতে অভিযানে নামলো ট্রাফিক পুলিশ
করোনা ঠেকাতে শহরে বে আইনি টোটো রিক্সো চলাচল আটকাতে অভিযানে নামলো ট্রাফিক পুলিশ। জলপাইগুড়ি শহরে কিছুতেই করোনাকে বাগে আনা যাচ্ছেনা।…