সল্টলেকে বিভিন্ন ব্লক থেকে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে চাকা খোলার অভিযোগে গ্রেফতার তিন। গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। কলকাতার পার্ক সার্কাস এলাকা থেকে গতকাল রাতে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতদের আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানায় অভিযোগ আসছিল গাড়ির চাকা চুরি হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে তাদেরকে ধরতে পারছিল না পুলিশ। অবশেষে টাওয়ার চুরি করার সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সেই তদন্ত নেমে পুলিশ টাওয়ার চুরি ঘটনায় তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলা হবে। টাওয়ার চুরির ঘটনায় আরো কারা জড়িত আছে তার কিনারা করতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।