বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি ঠিক করতে এসে কাঠ মানির দাবি করে বলে অভিযোগ বাড়ির মালিকের। দুলাল কর্মকারের বাড়ি বালুরঘাট শহরের হোসেনপুর সন্ন্যাস কলোনী এলাকায়। মঙ্গলবার সকাল থেকে দুলালবাবুর বাড়িতে বিদ্যুতের যান্ত্রিক সমস্যা হচ্ছিল। বাড়ির পাশেই বিদ্যুৎ-এর খুঁটিতে সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যা থেকে বিদ্যুৎ দপ্তরের টোলফ্রি নম্বরে ফোন করে দুলালবাবু সহ স্থানীয় প্রতিবেশীরা। কিন্তু ফোন পাওয়ার পরেও ঘটনাস্থলে তারা আসেনি। এরপর গতকাল গভীর রাতে ১ টার সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসেন৷ অভিযোগ, সেই বিদ্যুতের খুঁটিতে যান্ত্রিক ত্রুটি সমাধান করতে কাটমানি চায় কর্মীরা। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দুই হাজার টাকা দাবি করে। কিন্তু বাড়ির মালিক মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিতে রাজিও হয়। পুরো টাকা দিতে না পারায় ওই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জোর করে সেই খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে চলে যায়। এদিন সকালে ঘটনা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে বিদ্যুৎ দপ্তরের অন্য একটি দল আসলে তাদের আটকে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত বাসিন্দারা।
বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি ঠিক করতে এসে কাঠ মানির দাবি কর্মীদের, অভিযোগ বাড়ির মালিকের
