বঙ্গ থেকে শীত বিদায়ের পালা

গোটা দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়বে। ৮ তারিখ বিকেলের পর থেকে পরবর্তী ৭২ ঘন্টা পারদ কিছুটা নামবে। তবে জাঁকিয়ে শীতের আর কোনও স্পেল আসছে না বাংলায়। বড়জোর শীতের হালকা আমেজ ফিরতে পারে ভোরে ও রাতের দিকে। তারপর সরস্বতী পুজো অর্থাৎ পয়লা ফাল্গুন থেকে ধাপে ধাপে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নেবে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে উল্লেখযোগ্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া কলকাতার কিছু অংশে সামান্য বৃষ্টি হতে পারে।

রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরদিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার দাপট বজায় থাকবে। তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। পরিবর্তে সোমবার থেকে বাড়তে পারে।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *