মালদা:চায়ের দোকানে বসে আড্ডা মারার প্রতিবাদ করায় আক্রান্ত এক চা বিক্রেতা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত চা বিক্রেতা মোট পাঁচ জনের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত ওই চা বিক্রেতার নাম আরমান সবজি। স্থানীয় গয়েশপুর এলাকায় চায়ের দোকান রয়েছে তার। অভিযোগ চায়ের দোকানে বসে মাঝেমধ্যেই আড্ডা মারতো রহিত সবজি এবং তার বন্ধুরা। প্রতিবাদ করায় এদিন সকালে রহিত সবজি, ভোলা সবজি সহ পাঁচজন তাকে মারধর করে। তার মাথায় গুরুতর চোট পায়। ভেঙে দেওয়া হয় তার চায়ের দোকানও। এই ঘটনার পর আক্রান্ত ওই দোকানদার পাঁচ জনের নামে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
রাতের অন্ধকারে লোকালয়ে হাতির হানা
রাতের অন্ধকারে লোকালয়ে হানা। স্কুলের ঘর ভেঙ্গেভ মিড ডে মিলের যোগান খেয়ে গেল হাতির দল।এলাকায় তান্ডব চালিয়ে ভাঙ্গল ৫টি ঘর।…
ব্যারিকেড ভেঙে থানায় ঢুকে গ্রেফতার রাজু ব্যানার্জী সহ বিজেপির মহিলা মোর্চার কর্মীরা
ব্যারিকেড ভেঙে থানায় ঢুকে গ্রেফতার রাজু ব্যানার্জী সহ বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচিকে ঘিড়ে তুমুল…
শক্তি বাড়িয়ে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং
শক্তি বাড়িয়ে মঙ্গলবার সকালে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং | ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঝড়ো হাওয়ার, পাশাপাশি…