কোচবিহার:-রাজ্যপাল এর গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখালো জোরপাটকি নাগরিক মঞ্চ। কোচবিহারের নির্বাচন পরবর্তী অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করতে কোচবিহার এলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। ২০২১শে বিধানসভা প্রত্যক্ষ করেছে রক্তাক্ত কোচবিহারকে।শীতলকুচি তে প্রাণ গিয়েছে দলীয় কর্মীদের। পাঁচটি তরতাজা প্রাণের বিনিময়ে সম্পন্ন হয়েছে সেই এলাকার ভোট।আজ সেই নিহত পরিবারের সাথে কথা বলতে সেখানে এসেছেন রাজ্যপাল জগদীশ ধনকরড়। কিন্তু বিরূপ প্রতিক্রিয়া জনমানসে। জোরপাটকি নাগরিক কমিটির তরফ এ আমতলীর যে বিদ্যালয়ে গুলি চলেছিল সেই বিদ্যালয়ের বাইরের দেয়ালে পোস্টার পড়েছে রাজ্যপাল গো ব্যাক বলে। বিজেপির দালাল বলে অভিযুক্ত করা হয়েছে জাগদীশ ধনকড়কে। পাশাপাশি রাস্তার দুই ধারে দাঁড়িয়ে রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখায় জোরপাটকি নাগরিক মঞ্চ।
রাজ্যপাল এর গাড়ি লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখালো জোরপাটকি নাগরিক মঞ্চ
![](https://timesofbengal.com/wp-content/uploads/2021/05/IMG_20210513_221027.jpg)