গঙ্গারামপুর: এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনার পরে আজ রবিবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম আরবিনা আখতার খাতুন (২৩)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার দামোদরপুর এলাকায়। পরিবার সূত্রে খবর অন্যান্য দিনের মতো শনিবার রাতে নিজের ঘরেই শুয়েছিল গৃহবধূ, রাতে গৃহবধূর হাতে কোন বিষাক্ত পোকা কামড় দেয় বলে খবর। রবিবার সকালে বিষয়টি পরিবারের লোকজনদের বললে গৃহবধূকে প্রথমে নিয়ে যাওয়া হয় কুসুমন্ডি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় গৃহবধূর।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে। ঘটনার পরে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে
এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
