করোনায় আক্রান্ত প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।কোভিড সংক্রমিত হয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও।জানা গেছে,শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য।বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।এদিকে বুদ্ধদেব ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েও হাসপাতলে ভর্তি না নেওয়া হওয়ায়,বাড়িতেই তার চিকিৎসা চলছে,৫ মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দিতে বলেছেন,চিকিৎসক।তবে দীর্ঘদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য।এই কারণে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে তাকে দেখা যায়নি।
সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
