বেহালা বিরেন রায় রোড ইস্ট এ S B I এর এটিএম ভেঙে লুট করার চেষ্টা। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে টাকাপয়সা কিছু বার করতে পারেনি। এটিমের মনিটরটা ভাঙ্গা হয়েছে। এটা গতকাল গভীর রাতের ঘটনা। এটিএম এর পাশে একটি মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানের কর্মী সকাল বেলা আটটার সময় দোকান খুলতে এসে দেখেন এটিএমের ঘরের ভেতর কাচ ভেঙ্গে পড়ে আছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। কি বা কারা এ ঘটনা ঘটানো তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।