১ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

এখনও পর্যন্ত প্রাণহানির কোনও ঘটনা না ঘটলেও রাজ্যের প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যে ১৩৪টি নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে যশের দাপটে। সেই সব নদীবাঁধ সারাই তথা মেরামত করতে রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করছে। পাশাপাশি যশ যেহেতু এবার ঝাড়খণ্ডের দিকে পা বাড়িয়েছে তাই সেখানেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তাই মুখ্যমন্ত্রী ডিভিসির জলাধারগুলি জল ছাড়ছে কিনা এই বিষয়ে সেচ দফতরকে দেখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সবাইকে আরও একবার সতর্ক করে দিয়েছেন যাতে ত্রাণ শিবিরে থাকা মানুষেরা তড়িঘড়ি করে তাঁদের বাড়িতে ফিরে না আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *