ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে

ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে, শুক্রবার এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবড়েকর।

টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ‘এখনও পর্যন্ত ভারতের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে ৩ শতাংশেরও কম মানুষ কোভিড টিকার দুটি ডোজ পেয়েছেন।’ এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন জাবড়েকর। তিনি বলেন, ‘ভারতের ১৩০ কোটি জনসংখ্যাকে টিকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে ২০২১ সাল শেষ হওয়ার আগে।

লকডাউন, সামাজিক দূরত্ববিধি আরোপ করে কোভিড গ্রাফ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পুরোপুরি কাটেনি বিপদ। এই পরিস্থিতিতে দেশবাসীর কাছে টিকা পৌঁছে দেওয়া করোনামুক্তির অন্যতম উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *