চলতি বছরের শুরুর দিকে প্রথমে পূর্ব দিল্লির গান্ধীনগরে ‘জন রসোই’ নামে এই ক্যান্টিন চালু করেছিলেন স্থানীয় সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গম্ভীর। পরে অশোক নগরে আরও একটি ক্যান্টিন চালু করেন। দুটিই ব্যপক জনপ্রিয় হয়েছে। মাত্র ১ টাকায় মিলছে ভুরিভোজ।
গৃহহীন এবং অনাথরা দু’বেলা খাবার পায় না, এটা দেখে খুব খারাপ লাগে। তাই এই উদ্যোগ বলে জানিয়েছেন গম্ভীর