শিতলকুচি কাণ্ডে সিআইডি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

সিটের তত্ত্বাবধানে চলছে শীতলকুচি কাণ্ডের তদন্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে পুলিশ-প্রশাসনের কর্তা-ব্যক্তিদেরও পড়তে হচ্ছে তদন্তের মুখে। এই পরিস্থিতিতে এবার সিআইডি রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গণ্ডগোল হলেও বুথের ভিতরে ব্ল্যাকবোর্ডে মিলেছে গুলির দাগ। বাইরে অশান্তি হলেও গুলি কীভাবে ভেতরে পৌঁছোলো তা খতিয়ে দেখতে চাইছে সিআইডি। সেক্ষেত্রে আজ ঘটনাস্থল পরিদর্শনে এলেন ফরেন্সিকের ব্যালেস্টিক টিম।রাজ্য বিধানসভার চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে ভোটপর্ব ছিল। ভোটপর্ব শুরু হতেই সংবাদ শিরোনামে উঠে আসে শীতলকুচির জোরপাটকির ৫/১২৬ নম্বর বুথ। জানা গিয়েছে, ওই বুথের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, মৃত তিনজনের শরীরে গুলির চিহ্ন থাকলেও একজনের শরীরে মিলেছে স্প্লিন্টারের চিহ্ন। সেক্ষেত্রে রহস্য দানা বেঁধেছে। তারইমাঝে এবার সিআইডি রিপোর্টে উঠে আসা নয়া তথ্য ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। সমস্ত বিষয় খতিয়ে দেখতে আজ সকালে তিন সদস্যের ব্যালেস্টিক টিম ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নমুনা সংগ্রহ করে। খতিয়ে দেখলেন সঠিক কী ধরনের গুলি চলেছিল সেদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *