তাহলে কি জোড়া ফুলেই ‘ঘর ওয়াপসি’ মুকুলের? নির্বাচনী চূড়ান্ত মুহূর্তের আবহে এমন জল্পনা বাতিল হলেও সরকারে জোড়াফুল ফিরতেই বদলে গিয়েছে রাজনীতির সমীকরণ। বেসুরো সুর পাল্টে চারপাশে ঘর ওয়াপসি কোরাস। তার মাঝেই লাখ টাকার প্রশ্ন ঘরছাড়াদের সঙ্গে তাহলে কী তৃণমূলেই ফিরছেন মুকুল রায়ও? তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের মন্তব্যে জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে
পদ্ম ছেড়ে ঘাসফুলে মুকুল প্রত্যাবর্তন?
