ইয়াসের পরে আসছে ভরা কোটাল

শুক্রবারই আসছে ভরা কোটাল। ইয়াস বিধ্বস্ত উপকূলবর্তী এলাকাগুলি এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি। তার মধ্যে এই ভরা কোটাল নয়া দুশ্চিন্তা ফেলে দিয়েছে। এলাকাবাসীকে সতর্ককরা হচ্ছে। তৈরি রাখা হয়েছে টিম। ইয়াসের পরে অনেকদিন কেটে গেলেও এখনও বহু গ্রাম জলমগ্ন। ত্রাণ শিবিরে রয়েছেন বহু মানুষ। এখন ভরা কোটাল ঘিরে তাদের মধ্যেও দুশ্চিন্তা রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টি এবং ভরা কোটালের জেরে জলোচ্ছ্বাস হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ফলে সতর্ক করা হচ্ছে সবাইকে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

অন্যদিকে, সতর্ক রয়েছে শহর কলকাতাও। গঙ্গার জল বেড়ে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। এ নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছে কলকাতা পুরসভায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ভরা কোটালে সবথেকে বেশি চিন্তার কারণ উপকূলবর্তী এলাকাগুলিকে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *