বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব পড়লো জলপাইগুড়িতে। শুরু হোলো বৃষ্টি। তীব্র দাবদাহ থেকে খানিকটা স্বস্তি পেলো শহরবাসী।
গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সকাল ৮ টায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ছিলো ৭৯% বলে আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ঃ-
১) গ্যাংটক ঃ- ০.১ মিলিমিটার
২) কালিম্পং ঃ- ১.২ মি মি
৩) সুখিয়া পোখরি ঃ- ২০.৯ মি মি
৪) জলপাইগুড়ি ঃ- ০ মি মি
৫) আলিপুরদুয়ার ঃ- ০ মি মি
৬) কোচবিহার ঃ- ০ মি মি
৭) শিলিগুড়ি ঃ- ০ মি মি
৮) মাল ঃ- ০৩.১০ মি মি
৯) হাসিমারা ঃ- ০ মি মি
১০) বানারহাট ঃ- ০ মি মি
১১) মাথাভাঙা ঃ- ০ মি মি
১২) তুফানগঞ্জ ঃ- ০ মি মি
১৩) ময়নাগুড়ি ঃ- ০ মি মি
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।