পরপর দুদিন বর্ধিত দামের পর অবশেষে এদিন বৃহস্পতিবার সোনার দাম খানিক নীচের দিকে। দাম কমেছে ২৪ ও ২২ দুই ক্যারেট সোনারই। যদিও এখনও ৫০০০০ এর আশপাশেই ঘুরছে সোনার মূল্য। একনজরে দেখে নেওয়া যাক, কলকাতায় কতটা বদল এল সোনার দামে। বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ৪৯৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৯৫০০ টাকা।
খানিকটা নামল সোনা রূপোর দর
