সাংবাদিক সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে রেখে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন সিআর সেভেন। আর তাতেই একলাফে অনেকখানি মার্কেট ভ্যালু কমল ওই ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার। বিপুল ক্ষতির মুখে পড়ে শেষমেশ মুখ খুলল কোকা-কোলা.
তাঁর সামনে রাখা ছিল দু’টি কোকা-কোলার বোতল। সেগুলি সরিয়ে রেখে জলের বোতল দেখিয়ে রোনাল্ডো বলে দেন, ঠান্ডা পানীয়র চেয়ে জল খাওয়া অনেক বেশি উপকারী। তাঁর এই আবেদনেই রাতারাতি ধাক্কা খেল মার্কিন কোম্পানির ব্যবসা। একলাফে শেয়ার বাজারে এর মূল্য অনেকটাই নেমে যায়। কোকা-কোলা জানাচ্ছে, ৫৬.১০ ডলার থেকে নেমে দাঁড়াল ৫৫.২২ ডলারে। অর্থাৎ একধাক্কায় ১.৬ শতাংশ পড়ল শেয়ারের দাম। পানীয়টির মার্কেট ভ্যালু ২৪২ বিলিয়ন ডলার থেকে কমে হল ২৩৮ বিলিয়ন ডলার।