হলমার্ক ছাড়া আর কোনও সোনার গয়না বিক্রি নয়। গ্রাহকদের যাতে কোনওভাবে না ঠকতে হয় এবং পাশাপাশি বিক্রেতারা যাতে বিশুদ্ধ সোনা বিক্রি করে সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের ক্রেতা সুরক্ষা দপ্তর। আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেও বুধবার থেকে কার্যকর হল এই নিয়ম। তবে এখনই গোটা দেশে নয়, আপাতত দেশের ২৫৬টি জেলায় এই নিয়ম কার্যকর হয়েছে। আগামিদিনে ধাপে ধাপে তা গোটা দেশে কার্যকর করা হবে।