পিছিয়ে গেল নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে হাই কোর্টে মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার ২৪ জুন হবে এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাই কোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়. মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত নেই বলে পিছিয়ে গেল শুনানি
পিছিয়ে গেল নন্দীগ্রাম নিয়ে শুনানি
