ফরাক্কায় এসে পৌছালেন বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ, শনিবার বেলা ৩:১৫ নাগাদ ফরাক্কা এনটিপিসি মোড়ের চৌকিগ্রামে রাজ্যের নেতা হেমন্ত ঘোষের বাড়িতে আসেন। তারপর ফরাক্কার বিজেপির কর্মীদের সাথে দেখা করেন,দেখা করলেন চলতি মাসে ১০ তারিখে এক নাবালিকা ধর্ষণ ও নির্যাতন হওয়া পরিবারের সাথে কথাও বলেন। উপস্থিত ছিলেন রাজ্যের সহ সভাপতি মাফুজা খাতুন, বিজেপি নেতা সুজিত দাস।প্রায় ৩০ মিনিট কর্মীদের নিয়ে বৈঠক করেন, তারপর মালদার উদেশ্য রওনা দেন। বিজেপির কর্মী বৈঠক করার পর রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক দের জানান রাজ্যে হিংসা চলছে সরকার কোনো কন্ট্রোল করতে পারছে না , সরকার চাইছে রাজ্যে হিংসা হোক বিরোধী দল শুন্য হোক তার জন্য আমরা নির্বাচন কমিশনে গেছি ও হাই কোর্ট এ গেছি, সরকার চাইনা পশ্চিমবঙ্গে হিংসা বন্ধ হোক, এই দিন নির্যাতন পরিবারের সাথে কথা বলে জানান আমরা তাঁদের সাথে আছি আমরা এর বিচার চাই , যে অন্যায় তাঁদের সাথে হয়েছে কোর্টএ কেস করা হয়েছে আমরা পুলিশের সাথে কথা বলেছি আজকে ফরাক্কায় তাঁদের সাথে দেখা করতে এসছিলাম, এবং পরিবারদের সাথে কথাও বললাম। পশ্চিমবঙ্গের শাসনদল যে ভাবে অন্যায় এবং হিংসা ছড়াচ্ছে তার মূকাবিলার করার জন্য আমাদের যা করার আমরা করবো।
Related Posts
বৃষ্টির মেগা অ্যালার্ট দেশজুড়ে
বৃষ্টির মেগা অ্যালার্ট দেশজুড়ে। প্রায় সর্বত্রই বর্ষার অনুকূল পরিবেশ। হু হু করে ঢুকে পড়ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তারই…
আসন্ন দোল উৎসব এবং শবেবরাত নিয়ে এক সর্বদলীয় বৈঠক মালদা ব্লকের কমিউনিটি হলে
মালদা: আসন্ন দোল উৎসব এবং শবেবরাত নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো পুরাতন মালদা ব্লকের কমিউনিটি হলে। মালদা থানা পুলিশের…
বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি ঠিক করতে এসে কাঠ মানির দাবি কর্মীদের, অভিযোগ বাড়ির মালিকের
বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি ঠিক করতে এসে কাঠ মানির দাবি করে বলে অভিযোগ বাড়ির মালিকের। দুলাল কর্মকারের বাড়ি বালুরঘাট শহরের হোসেনপুর…