ফরাক্কায় এসে পৌছালেন বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ, শনিবার বেলা ৩:১৫ নাগাদ ফরাক্কা এনটিপিসি মোড়ের চৌকিগ্রামে রাজ্যের নেতা হেমন্ত ঘোষের বাড়িতে আসেন। তারপর ফরাক্কার বিজেপির কর্মীদের সাথে দেখা করেন,দেখা করলেন চলতি মাসে ১০ তারিখে এক নাবালিকা ধর্ষণ ও নির্যাতন হওয়া পরিবারের সাথে কথাও বলেন। উপস্থিত ছিলেন রাজ্যের সহ সভাপতি মাফুজা খাতুন, বিজেপি নেতা সুজিত দাস।প্রায় ৩০ মিনিট কর্মীদের নিয়ে বৈঠক করেন, তারপর মালদার উদেশ্য রওনা দেন। বিজেপির কর্মী বৈঠক করার পর রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক দের জানান রাজ্যে হিংসা চলছে সরকার কোনো কন্ট্রোল করতে পারছে না , সরকার চাইছে রাজ্যে হিংসা হোক বিরোধী দল শুন্য হোক তার জন্য আমরা নির্বাচন কমিশনে গেছি ও হাই কোর্ট এ গেছি, সরকার চাইনা পশ্চিমবঙ্গে হিংসা বন্ধ হোক, এই দিন নির্যাতন পরিবারের সাথে কথা বলে জানান আমরা তাঁদের সাথে আছি আমরা এর বিচার চাই , যে অন্যায় তাঁদের সাথে হয়েছে কোর্টএ কেস করা হয়েছে আমরা পুলিশের সাথে কথা বলেছি আজকে ফরাক্কায় তাঁদের সাথে দেখা করতে এসছিলাম, এবং পরিবারদের সাথে কথাও বললাম। পশ্চিমবঙ্গের শাসনদল যে ভাবে অন্যায় এবং হিংসা ছড়াচ্ছে তার মূকাবিলার করার জন্য আমাদের যা করার আমরা করবো।
Related Posts
অনুব্রত মণ্ডল কে তলব করল সিবিআই
এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কে তলব করল সিবিআই | এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ বার অনুব্রত মণ্ডল কে…
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
কলকাতার আকাশ আংশিক মেঘলা | বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ | তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই…
স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা নবান্নে
আজ অর্থাত শক্রবার মুখ্য সচিব হরি কৃষ্ণ ত্রিবেদীর কাছে পৌঁছল শিক্ষা দপ্তরের প্রস্তাব | অবিলম্বে স্কুল খুলতে চায় রাজ্য শিক্ষা…