ফরাক্কায় এসে পৌছালেন বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ, শনিবার বেলা ৩:১৫ নাগাদ ফরাক্কা এনটিপিসি মোড়ের চৌকিগ্রামে রাজ্যের নেতা হেমন্ত ঘোষের বাড়িতে আসেন। তারপর ফরাক্কার বিজেপির কর্মীদের সাথে দেখা করেন,দেখা করলেন চলতি মাসে ১০ তারিখে এক নাবালিকা ধর্ষণ ও নির্যাতন হওয়া পরিবারের সাথে কথাও বলেন। উপস্থিত ছিলেন রাজ্যের সহ সভাপতি মাফুজা খাতুন, বিজেপি নেতা সুজিত দাস।প্রায় ৩০ মিনিট কর্মীদের নিয়ে বৈঠক করেন, তারপর মালদার উদেশ্য রওনা দেন। বিজেপির কর্মী বৈঠক করার পর রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক দের জানান রাজ্যে হিংসা চলছে সরকার কোনো কন্ট্রোল করতে পারছে না , সরকার চাইছে রাজ্যে হিংসা হোক বিরোধী দল শুন্য হোক তার জন্য আমরা নির্বাচন কমিশনে গেছি ও হাই কোর্ট এ গেছি, সরকার চাইনা পশ্চিমবঙ্গে হিংসা বন্ধ হোক, এই দিন নির্যাতন পরিবারের সাথে কথা বলে জানান আমরা তাঁদের সাথে আছি আমরা এর বিচার চাই , যে অন্যায় তাঁদের সাথে হয়েছে কোর্টএ কেস করা হয়েছে আমরা পুলিশের সাথে কথা বলেছি আজকে ফরাক্কায় তাঁদের সাথে দেখা করতে এসছিলাম, এবং পরিবারদের সাথে কথাও বললাম। পশ্চিমবঙ্গের শাসনদল যে ভাবে অন্যায় এবং হিংসা ছড়াচ্ছে তার মূকাবিলার করার জন্য আমাদের যা করার আমরা করবো।
Related Posts
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়েও পুজোর উদ্বোধন করলেন না মুখ্যমন্ত্রী
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়েও পুজোর উদ্বোধন করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা করলেন, তা হল উৎসবের সূচনা। তার কারণও ব্যাখ্যা…
মৌসুমী অক্ষরেখার সক্রিয় দক্ষিণবঙ্গে, আগামী দুদিন চলবে বৃষ্টি
আজ সকালেও তার বিরাম নেই। দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ। শনিবার পর্যন্ত চলবে এই অবস্থা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া…
সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে হাতিয়ার করে বাইক চালিয়ে লাদাখ পাড়ি দিলো উত্তরবঙ্গের ৫ দামাল যুবক
পথ দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে হাতিয়ার করে ৭৫০০ কিলোমিটার পথ রয়াল এনফিল্ড বাইক চালিয়ে পাড়ি দিলো উত্তরবঙ্গের…